কয়োটির দাঁতের বানানো ডেনচার।

১৯৪৬ সালে,  ক্যালিফোর্নিয়ার একজন লোকাল ডেন্টিস্টের কাছে এক পেশেন্ট আসেন। ডক্টরের তার মুখে একজোড়া ডেনচার (নকল দাঁতের পাটি) দেখতে পান।  

সে কোথায় এই ডেনচার জোরা পেল, এটা জিজ্ঞাস করায় সে বলে, উনিশ শতকের শুরুর দিকে,  সে ডেনচার খরচ বহন করতে পারবে না বিধাঁয় সে এটা নিজে নিজে এটা বানায়। মাড়ির অংশ  বানাতে সে ব্যাবহার করে, গলিত টুথব্রাশের হাতল। এবং দাঁতগুলো সে সংগ্রহ করে একটি  মৃত কয়োটির লাশ থেকে। এরপর সে প্রায় ৪০ বছর জাবত এটা ব্যাবহার করে আসছে। 

ডক্টর তার ডেনচার জোরা দেখে এতই মুগ্ধ হন, যে সে তাকে এই ডেনচার জোরার বিনিময়ে, এক জোড়া নতুন ডেনচার অফার করেন। 

কয়োটির দাঁতের বানানো ডেনচার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *